নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ককটেল তৈরির সরঞ্জামসহ নিষিদ্ধ ঘোষিত জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত হলো, দিনাজপুর জেলার পার্বতীপুর থানার পশ্চিম শেরপুর এলাকার মৃত ফরিজের ছেলে আতিউল্লাহ সরকার (২৩) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার কোমেদপুর এলাকার মৃত তালেবের ছেলে মোকছেদুল ইসলাম (২২)। বুধবার রাত আড়াইটার দিকে তাদের নগরীর রাজপাড়া থানার কাশিয়াডাঙ্গা থেকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জেএমবির দুই সদস্য চাঁপাইনবাবগঞ্জ যাবে। বিষয়টি জানার সাথে সাথেই র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে বিভিন্ন বাস টার্মিনাল ও ট্রেন স্টেশনে।
রাত আড়াইটার দিকে দুই জনকে কাশিয়াডাঙ্গায় দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ জিজ্ঞাসাবাদ করে। কিন্ত কোন সদুত্তর দিতে না পারায় তাদের ব্যাগ তল্লাশী করে ককটেল তৈরির সরঞ্জাম গান পাউডার এক কেজি সহ অন্যান্য দ্রব্য উদ্ধার করে। এদের মধ্যে আতিউল্লাহ ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে জেএমবিতে যোগ দেয়। পরে সে ট্রেনিং গ্রহণ করে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে