নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরের
সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত সচিব ও ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আনওয়ার হোসেন ও জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ। কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা, নারী উদ্যোক্তা, সমাজকর্মী, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা, এনজিও কর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
আর/এস