রাজশাহী মহানগরীতে এসএমই পন্য মেলার উদ্বোধন করা হয়েছে। এসএমই মেলা উপলক্ষে সোমবার বিকেলে নগর ভবনের সামনে থেকে এক র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলিজিয়েট স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক সালাহউদ্দিন ও এসএমই ফাউন্ডেশনের সুমন চন্দ্র সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেলায় ৬০ টি স্টল বসানো হয়েছে।
সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত স্টল খোলা থাকবে। মেলা চলবে আগামী ২০ তারিখ পর্যন্ত।