নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবদুল হামিদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাজশাহী নগরীর শাহমখদুম থানার বারুইপাড়া কুঠিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত হামিদ ওই গ্রামের নওজেস আলীর ছেলে।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে আবদুল হামিদের বাড়িতে কেউ ছিলেন না। এ সুযোগে তিনি প্রতিবেশী ওই শিশুকে কৌশলে তার বাড়িতে ডেকে ধর্ষণের চেষ্টা করেন। এতে শিশুর চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। অভিযোগ পেয়ে আবদুল হামিদকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে আবদুল হামিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ