নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস প্রতিরোধে ও সংক্রমণ ছড়ানো রোধে রাজশাহীর এক উপজেলা থেকে আরেক উপজেলায় চলাচল নিষিদ্ধ করা হয়েছে। আজ শুক্রবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক। জেলা প্রশাসকের সাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, আন্তঃজেলা, আন্তঃউপজেলা যোগাযোগ/জনগণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এক উপজেলার মানুষ অন্য উপজেলায় ও এক জেলার লোক অন্য জেলায় চলাচল করতে পারবে না।
আসন্ন ঈদের ছুটিতে সকলকেই নিজ নিজ এলাকা কর্মস্থলে থাকতে হবে এবং আন্তঃউপজেলা ও আন্তঃজেলায় ভ্রমন থেকে নিবৃত করতে হবে। প্রতিটি শপিংমলে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। রাত ৮ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বাইরে যাওয়া যাবেনা। জরুরি পরিষেবা এর আওতার বাইরে। সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে। প্রতিটি শপিং মলের সামনে স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যুঝুঁকি আছে সম্বলিত ব্যানার টানাতে হবে।
এমকে