নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ইসলামী ব্যাংকের একাধিক কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজশাহীতে অবস্থিত দুই শাখায় লকডাউন লকডাউন করে অনন্তকালের জন্য বন্ধ করে দিয়েছে। এ সংক্রান্ত নোটিশ ব্যাংকের মূল ফটকের সামনে টানিয়ে দেওয়া হয়েছে।
দুটি শাখার মধ্যে একটি নগরীর আলুপট্টি মোড়ে ১টি রাজশাহী শাখা ও অন্যটি নিউমার্কেট শাখা। শাখায় ঝুলানো নোটিশে লেখা হয়েছে, সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে নমুনা পরীক্ষায় ইসলামী ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা পজেটিভ হন।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।