নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে আড়াই হাজার লিটার চোলাই মদ ও দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশের হাতে আটককৃতরা হলেন, নগরীর কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া এলাকার সালেংগীর ডুবারুর ছেলে জাহেরুল ইসলাম (১৯), একই এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী সালেনুর বেগম (২৪), সালংগীর ডুবারুর স্ত্রী জাহেমা বেগম (৪৫) ও মৃত ইয়ার মোহাম্মাদের ছেলে সালংগীর ডুবারু (৬০)। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।
নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গতকাল শনিবার দুপুরে কাশিায়াডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাশিয়াডাঙ্গা থানাধীন রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ তৈরীর কাঁচামাল, প্রয়োজনীয় সরঞ্জামদি ও আনুমানিক ২৫০০ লিটার চোলাইমদসহ চারজনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আর/এস