নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আ’লীগের পক্ষের সংঘর্ষে সানোয়ার হোসেন রাসেল (৩০) নিহত হওয়ার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর চন্দ্রিমা থানা পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, নগরীর চন্দ্রিমা থানার শিরোইল ৩নং গলি এলাকার বুলবুল হোসেনের ছেলে রাব্বি (২৫), শিরোইল কলোনী ১নং গলি
এলাকার জয়নালের ছেলে বাপ্পি (১৯), ২ নং গলির নুর মোহাম্মদ সরদারের ছেলে শাহিন (২৪), ১ নং গলির মানিকের ছেলে শুভ (২১), ৪ নং গলির বাবু ইসলামের ছেলে চঞ্চল (১৯), ১নং গলির জালালের ছেলে কালাম উদ্দিন (১৯), ও ১ নং গলির আবুল কালামের ছেলে মোজাহিদুল ইসলাম অভ্র (১৯)। এ তথ্য নিশ্চিত করে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, বুধবার দুপুরে নগরীর চন্দ্রিমা থানাধীন মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম
মার্কেটের ভাংড়ি পট্টি মজিবুর রহমান ঠিকাদার এর চেম্বারের সামনে ও সরঞ্জাম নিয়ন্ত্রক/পশ্চিম, অফিস চত্বর, বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী অফিসের প্রধান ফটকের উত্তরে পাকা রাস্তার সুজন হোসেন (৩০) নের্তৃত্বে হামলায় সানোয়ার হোসেন রাসেলের মৃত্যুর ঘটনায় তার বড় ভাই মনোয়ার হোসেন রনি বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে মামলা দায়ের করে। সেই মামলায় পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে।
আসামীদের আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গতকাল বুধবার দুপুরে টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রাজা ও সুজন পক্ষের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়। এরমধ্যে রাসেলসহ তিনজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল বিকেল সাড়ে ৫টার দিকে মৃত্যুবরণ করে।
আর/এস