জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে গরীব ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রোববার সাংগঠনিক ৫টি থানা এলাকায় এই খাবার বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
অলকার মোড়ে বোয়ালিয়া থানা (পূর্ব), শালবাগান মোড়ে শাহ মখদুম থানা, আমবাগান ক্লাবের সামনে বোয়ালিয়া থানা (পশ্চিম), লক্ষ্মীপুর মোড়ে রাজপাড়া থানার এবং তালাইমারি মোড়ে মতিহার থানা এলাকার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার সহ মহানগর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এস/আর