নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আরো দুজন করো না পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। দুজনের মধ্যে একজন হলেন, রাজশাহী মহানগর এলাকার ও অন্যজন রাজশাহীর বাঘা উপজেলার। আজ রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়। রাজশাহী জেলায় মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২৬ জন। এর মধ্যে ছয়জন সুস্থ হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে বাকিরা চিকিৎসাধীন রয়েছে। ১২ এপ্রিল রাজশাহী পুঠিয়া উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ১৪ এপ্রিল রাজশাহী জেলাকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
এমকে