নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীতে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল সরকারি হাইস্কুল প্রাঙ্গনে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আরএমপি কমিশনার এ কে এম হাফিজ আক্তার, বিপিএম দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সুজায়েত ইসলাম,ডিসি (সদর) তানভীর হায়দার চৌধুরী, ডিসি (বোয়ালিয়া)
আমির জাফর, ডিসি(ট্রাফিক) অর্ণিবান চাকমাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ। এ সময় আরএমপি পুলিশ কমিশনার ৫০০ জন দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণকালে আরএমপি’র কমিশনার বলেন মহানগর এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরএমপি পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।
খবর ২৪ ঘন্টা/এমকে