নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর অদূরে বেলপুকুর এলাকায় অভিযান চালিয়ে উগ্রবাদী বইসহ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গিয়াসউদ্দিন (২৮) কে আটক করেছে র্যাব-৫। আটক জঙ্গি সদস্য চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা পশ্চিম নাকোড়া এলাকার মৃত ওবায়দুল হকের ছেলে। সোমবার দিবাগত রাতে বেলপুকুর থানাধীন রেলগেট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী মহানগর বেলপুকুর থানাধীন মহিলা কলেজ সংলগ্ন রেলগেট বাজার এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন “আনসার আল ইসলাম” এর সক্রিয় সদস্য গিয়াস উদ্দিনকে উগ্রবাদী ২ টি বই, উগ্রবাদী লিফলেট ৬টি সহ গ্রেফতার করা হয়।
আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে।
এমকে