নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে আজ বৃহস্পতিবার আরো ২৫ জন করোনা পজিটিভ হয়েছেন। রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে মোট ৪৬ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় এ দিন রাজশাহী মহানগরীর ২০ জনের করোনা পজিটিভ হয়েছে। আর রামেকের ল্যাবে নগরীর ৫ জনসহ ২৬ জনের করোনা পজিটিভ হয়।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, রামেক হাসপাতালের ল্যাবে রাজশাহীর ২০ জনের করোনা পজিটিভ হয়েছে। তারা হলেন, রাজশাহী মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিরাজ খান (২৫), রামেক হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী সুমেন (৩০), রামেক হাসপাতালের লিয়াকত আলী (৬০), খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের চিকিৎসক ডা. সাকলাইন (৩২),
মিশন হাসপাতালের রোগী নাজমুন্নাহার (২৯), সাহানারা (৪৫), বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রোগী বকুল (২৮), সাগরপাড়া এলাকার মতুর্জা আলী (৪০), মলিহা (৭), জাহিদ হাসান পারভেজ (২৫), ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কেরামত আলী (৬৫), ২০ নম্বর ওয়ার্ডেরর মিম আক্তার (১৯), সানজিম (৩), ১৮ নম্বর ওয়ার্ডের রফিকুল (৫৫), ১৪ নম্বর ওয়ার্ডের কেএম মনিরুজ্জামান (৩২), আইরিন (২০), ৩০ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদিন (৩৫), রাজশাহী সিটি করপোরেশনের কর্মী মাহমুদুন্নবী (৪৭) এবং একেএম শামসুল আলম ৫৯)।
এছাড়াও রামেকের পিসিআর ল্যাবে ২৬ জনের করোনা পজিটিভ হয়। এরমধ্যে জন রাজশাহীর। বাকি ২০ জন অন্যান্য জেলার।
এমকে