1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে অব্যাহত তীব্র তাপদাহ অবশেষে স্বস্থির বৃষ্টি - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন

রাজশাহীতে অব্যাহত তীব্র তাপদাহ অবশেষে স্বস্থির বৃষ্টি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩

বেশ কিছুদিন ধরে অব্যাহত তীব্র তাপদাহ অবশেষে স্বস্থির বৃষ্টি। রাজশাহীবাসী অপেক্ষা করছিলো কবে নামবে বৃষ্টি। তবে রাজশাহীবাসীর সেই অপেক্ষা শেষ করে আজ শুক্রবার (৯জুন) দুপুর দুইটার দিকে নামে স্বস্থির বৃষ্টি।

এতেই জনমনে স্বস্থি ফিরে এসেছে। গত দুইদিন থেকে সকালের সূর্য দেরীতে উঠতে দেখা যায়। তবে ভ্যাপসা গরম ছিলো প্রচন্ড রকমের। বেলা ১১ টার পর প্রচন্ড রোদ উঠতে দেখা যায়। আজ শুক্রবার জুম্মার নামাজের আগেই আকাশ মেঘলা হতে শুরু করে। দুপুর দুইটার দিকে হালকা বাসাতের সাথে মেঘের গর্জন উঠে। পরে বৃষ্টি হতে দেখা গেছে।

রাজশাহী মহানগরীর, সাহেব বাজার, আলপট্টি, কল্পণা সিনেমা হল মোড়সহ বেশ কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে দেখো গেছে। রাজশাহী মহানগরী ছাড়াও গোদাগাড়ী-তানোর এলাকায় বৃষ্টি হওয়ার খবর জানা গেছে।

দুপুর আড়াইটায় এ রিপোর্ট লেখার সময়ও রাজশাহীর আকাশে মেঘ ও বৃষ্টি চলমান ছিল। আবহাওয়া অধিদপ্তর রাজশাহীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও দিয়ে রেখেছিল।

রাজশাহী আবহাওয়া অধিদপ্তর বেলা ১১ টায় ও ১২ টায় আজকের তাপমাত্রা ৩৬ ডিগ্রী সেলসিয়াম রেকর্ড করে। বেলা ২ টায় ৩৬. ৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ ডিগ্রী সেলসিয়াস। তবে রাজশাহী আবহাওয়া অফিস রাজশাহী মহানগরীর সকল জায়গায় বৃষ্টিপাত না হওয়ায় বৃষ্টিপাতের তথ্য জানাতে পারেননি।

জ/ন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team