নিজস্ব প্রতিবেদক : সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।
রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল জানান, নগর ভবন হতে গ্রেটার
রোড, বর্ণালীর মোড়, রাজিব চত্বর হয়ে বিলশিমলা ঐতিহ্য চত্বর হয়ে লক্ষীপুর মোড় হয়ে ঝাউতলা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা হয়। ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ৫১টি মামলা দায়ের করে এক লাখ ৭৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।
এমকে