1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে অন্যকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেরাই - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ১২:১১ অপরাহ্ন

রাজশাহীতে অন্যকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেরাই

  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপটেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে অন্যকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন তিনজন। এ ঘটনায় অভিযান চালিয়ে নগর গোয়েন্দা পুলিশ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, নগরীর বোয়ালিয়া মডেল থানার অলোকার মোড় এলাকার রতন সরকারের ছেলে প্রতাপ সরকার (৪২), নগরীর বোয়ালিয়া থানার সাহেব বাজার মাস্টারপাড়া এলাকার মামুনের ছেলে শহিদুল হাসান ওরফে রনি (৩৫) ও একই থানার বোয়ালিয়া পাড়া এলাকার মৃত হায়দার আলীর ছেলে মাসুম (৩৫)।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম

রুহুল কুদ্দুস জানান, রাজশাহী মহানগর শাখার এসআই আমিনুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন বোয়ালিয়া পাড়া এলাকার গোলাম আজম হোসেন ওরফে বাবুর একতলা বাড়ির ছাদ থেকে একটি বিদেশী স্বচল কাটা বন্দুক উদ্ধার করে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ভালোভাবে তদন্ত করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, পূর্ব শত্রæতার জের ধরে বাড়ির মালিককে ফাঁসানোর জন্য ও অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য প্ররোচনায় পড়ে আসামীরা

ছাদের কার্নিস বেয়ে ছাদে উঠে অস্ত্রটি রেখে যায়। যা পূর্ব পরিকল্পিত ছিল। তদন্তে এমন তথ্য বের হয়ে আসার পর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আসামী (সোর্স) প্রতাপ সরকার, শহিদুল হাসান ওরফে রনি ও মাসুমকে গ্রেফতার করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরো জানানো হয়।
এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST