নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী ছোট মনি নিবাসের শীতার্ত শিশুদের মাঝে রঙ্গিন কম্বল বিতরণ করেছেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে রাজশাহী মহানগরীর বর্ণালীর মোড়ে অববিস্থ ছোট মনি নিবাসে তিনি নিজে উপস্থিত হয়ে এই অনাথ শিশুদের গায়ে কম্বল জড়িয়ে দেন। এ সময় সমাজসেবী শাহীন আকতার রেনী বলেন, আজকের এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এদের ঠিকমত যত্ন নিতে হবে। এদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ এরাই একদিন আমাদের দেশ পরিচালনা করবে। এসব শিশুদের জন্য সমাজের বৃত্তবান যদি একটু এগিয়ে আসে তাহলে এসব শিশু আগামী দিনে সমাজে প্রতিভার আলো ছড়াবে বলে মন্তব্য করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যলয়ের
সহকারী পরিচালক ড. আব্দুল্লাহ আল ফিরোজ, রাজশাহী ছোট মনি নিবাসের উপ তত্বাবধায়ক ওয়েদা খাতুন,শিক্ষক এখলাসুর রহমান প্রমুখ।এর আগে সমাজ সেবী শাহীন আকতার রেনী রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন । রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ তাইফুর রহেমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন সাবেক রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর তানভিরুল আলম।
খবর ২৪ ঘণ্টা/আর