নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর মুসরইল এলাকায় গাছের সাথে রশি আঁটকানো কাওসার আলী ১৯ নামের এক অটোরিক্সা মিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ি থেকে কিছু দুরে গাছের সাথে ঝুলে থাকা লাশটি উদ্ধার করা হয়। ওই যুবক মুসরইল বাচ্চুর মোড় এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
জানা গেছে, শনিবার বিকেলে একটি গাছের ডালের সাথে কাওসার আলীর লাশ ঝুলতে দেখে স্থানীয়রা। তারা লাশটি ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেহ হাসপাতালের মর্গে পাঠানো হবে। কাওসার আত্মহত্যা করেছে কি তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে তা জানা যায়নি।
এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ন কবির বলেন, এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। লাশের ময়নাতদন্ত করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে