নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে আড়াই হাজার পিস ইয়াবাসহ মানজার আলী (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী পবা উপজেলার কাদিপুর গ্রামের মৃত ফয়েজ মুন্সির ছেলে। ২২ জুন রাত পৌনে ১০টার দিকে তাকে রাজশাহী-চাঁপাই মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ২২ জুন
রাত পৌনে ১০টার দিকে রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ গামী হাইওয়ে রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে অটোরিক্সার যাত্রী মানজার আলী কে দুই হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। আসামীর বিরুদ্ধে দামকুড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর