নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ৫০০ বোতল ফেন্সিডিলসহ সেলিম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার বোয়ালিয়া মডেল থানা পুলিশের এসআই মতিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাকে আটক করে। বোয়ালিয়া মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নগরীর বলে মডেল থানা পুলিশের এসআই মতিন সঙ্গীয় ফোর্সসহ
নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রীবেশে ফেনসিডিল নিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী সেলিমকে ৫০০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে এসআই মতিন বলেন, ৫০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস