নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদের অনুপস্থিতির পরেও তার পক্ষে ধানের শীষের প্রচারণায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। মঙ্গলবার সকালে বাঘায় মাজার জিয়ারতের পরে চাঁদের পক্ষে নেতাকর্মীরা প্রচারণায় নামেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। জানা গেছে, চাঁদের পক্ষে ধানের শীষের প্রচারণায় নামার আগে বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা মাজারে যায়। সেখানে মাজার জিয়ারত শেষে এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেন। তারা ভোটারদের কাছে নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। চাঁদ নতুন মামলায় কারাগারে থাকার কারণে প্রচারণায় অংশ নিতে পারছেন না। সব মামলায় জামিন হলেও বাগমারা থানায় দায়ের হওয়া একটি
নতুন গায়েবি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে চাঁদসহ ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এরপর জামিন পেলেও নতুন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে। সবশেষ মামলায় জামিন পেলেও আবার তাকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়। যার ফলে কারাগার থেকে বের হওয়া
হয়নি তার। বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পর গত ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এসএম আব্দুল কাদের তথ্য গোপন ও উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের আইনি জটিলতা নিয়ে তার মনোনয়নপত্র বাতিল করেন। পরে আপিল করে মনোনয়ন পান তিনি। আপিলে মনোনয়ন ফিরে পাওয়ায় দলীয় মনোনয়ন চুড়ান্ত হয় তার।
খবর ২৪ ঘণ্টা/এস