নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-৫ (পুঠিয়া-দুরগাপুর) আসনে বিএনপির প্রার্থী এ্যাড. নাদিম মোস্তফার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার বিকেল সোয়া ৩টার দিকে যাচাই-বাছাই শেষে মামলার তথ্য গোপন ও ঋণ খেলাপির দায়ে নাদিম মোস্তফার মনোনয়নপত্র বাতিল করেন রাজশাহীর জেলা প্রশাসক ও রিটারনিং অফিসার এসএম আব্দুল কাদের। এ আসন থেকে মোট ১১ জন মনোনয়ন পত্র জমা দেয়। অন্যদের যাচাই-বাছাই চলছে।
এর আগে রাজশাহী-১ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হক, জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী-২ আসনে ২ জন, এবং রাজশাহী-৩ আসনে বিএনপির মতিউর রহমান মন্টু, জাতীয় পাটির শাহাবুদ্দিন বাচ্চু, জামায়াত নেতা অধ্যাপক মাজিদুর রহমান ও রাজশাহী-৪ আসনে বিএনপি নেতা আব্দুল গফুরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। তারা আবেদন করতে পারবেন। তবে নাদিম মোস্তফার মনোনয়নের ব্যাপারে শুনানি এখনো চলছে। তবে শুনানি শেষে আবার বাতিল করা হয়। তিনি আপিল করতে পারবেন।
খবর ২৪ ঘন্টা/এমকে