
দু্র্গাপুর (রাজশাহী) প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিনে প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে জেলা রিটার্নিং ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এলাকায় প্রাণচাঞ্চল্য দেখা যায়।
এ দিন মনোনয়ন পত্র জমা দেন বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন মাওলানা মনজুর রহমান। এছাড়া বিএনপির দলীয় সিদ্ধান্তের বাইরে থেকে পুঠিয়া উপজেলা বিএনপির সহসভাপতি ইশফা খায়রুল হক শিমুল, প্রয়াত সাবেক এমপি নাদিম মোস্তফার ছেলে জুলফার নাইম মোস্তফা বিস্ময়, যুক্তরাজ্য প্রবাসী রেজাউল করিম ও সতন্ত্র হিসেবে আইনজীবী রায়হান কাওছার,বাংলাদেশ সুপ্রীম পার্টির আলতাফ হোসেন মোল্লা ও বাংলাদেশ ইসলামী আন্দোলনে মো: রুহুল আমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়ন পত্র দাখিল শেষে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, “দলের আস্থা ও জনগণের ভালোবাসা নিয়েই নির্বাচনে এসেছি। পুঠিয়া-দুর্গাপুরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা—সুশাসন, ন্যায়বিচার ও টেকসই উন্নয়ন। আমি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি মানবিক ও জনবান্ধব উন্নয়ন মডেল বাস্তবায়নে কাজ করব।” তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে রাজশাহী-৫ আসন ধানের শীষের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।” জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী
মাওলানা মনজুর রহমান বলেন, পুঠিয়া-দুর্গাপুরের মানুষ মানুষ দীর্ঘদিন ধরে সুশাসন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। আমি সততা, ন্যায়নীতি ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাজনীতি করতে চাই।” তিনি বলেন,“জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থেকে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব।”
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
না/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।