নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে যুক্তফ্রন্ট ও বিকল্প ধারার এমপি প্রার্থী মনিরুজ্জামান স্বাধীন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি বারের সভাকক্ষে তিনি ১৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। নির্বাচনী ইশতেহারের মধ্যে উল্লেখযোগ্য হলো, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার প্রসার, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধি ও সিনিয়র নাগরিকদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠন, স্বাস্থ্য খাতে উন্নয়ন, আবাসন ও অবকাঠামোর উন্নয়ন, পরিবেশ উন্নয়ন, ভালো যোগাযোগ
ব্যবস্থার লক্ষ্যে প্রশস্ত রাস্তা নির্মাণ, হাটবাজারের উন্নয়ন, নারী উন্নয়ন, প্রবীন নাগরিকদের নিয়ে সিনিয়র সিটিজেন কমিটি গঠন, প্রতিবন্ধীর উন্নয়নে কাজ, মুক্তিযুদ্ধ ও ঐতিহ্য সংরক্ষণে কার্যকর ব্যবস্থা ও পর্যটন শিল্প গড়ে তোলা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি জয়ের ব্যাপারে আশাবাদী। জয়ী হলে এলাকাবাসীর উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সমাজসেবক ওবায়দুল্লাহ খান, ব্যবসায়ী আফাজ উদ্দিন প্রমূখ।
খবর ২৪ ঘণ্টা/এমকে