নিজস্ব প্রতিবেদক :
নির্বাচন কমিশনে আপিল করে মনোনয়ন ফিরে পেয়েছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনীত হেভিওয়েট এমপি প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার আমিনুল হক। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনের আপিল বিভাগ শুনানি তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করে তানোর পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেলে তানোর-গোদাগাড়ী আসনে বিএনপির প্রার্থী ও দলের ভাইস
চেয়ারম্যান ব্যারিষ্টার আমিনুল হকের মনোনয়ন বিষয়ে নির্বাচন কমিশনের আপিল বিভাগে শুনানি হয়। শুনানি শেষে তাকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়।উল্লেখ্য, গত ২ ডিসেম্বর রাজশাহী জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয়ে ৫৩ জন মনোনয়ন প্রত্যার্শীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের তথ্য গোপন করার দায়ে তার মনোনয়নপত্র বাতিল করে দেন। এরপর ৪ ডিসেম্বর তিনি নির্বাচন কমিশনের আপিল বিভাগে মনোনয়ন ফিরে পেতে আপিল করেন। ৬ ডিসেম্বর নির্বাচন কমিশনের আপিল বিভাগে শুনানি শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
ব্যারিষ্টার আমিনুল হক রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। একবার সংস্থাপন প্রতিমন্ত্রী ও সর্বশেষ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে