1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী সীমান্তে অস্ত্র, গুলি ও ফেন্সিডিল উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

রাজশাহী সীমান্তে অস্ত্র, গুলি ও ফেন্সিডিল উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : 
রাজশাহী সীমান্তে একটি বিদেশী পিস্তল, গুলি ও ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ সময় বিজিবি ও চোরাকারবারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে ভারতীয় একটি অস্ত্রপাচারকারী দল অবৈধভাবে বাংলাদেশে প্রবেষ করে। এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষায় বিজিবিও পাল্টা গুলি চালায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩

রাউন্ড গুলি ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ভারতীয় চোরাচালানিদের এ দলটি গত দুই মাস ধরে রাজশাহী সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদকপাচারের চেষ্টা করছিল। সোমবার রাতে একটি অস্ত্রপাচারকারী দল ভারত থেকে বাংলাদেশে অস্ত্রপাচার করার চেষ্টা করছিলো। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা টহল দলটিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় বিজিবিও গুলি ছুঁড়লে চোরাচালানিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এতে হতাহতের ঘটনা ঘটেনি।

খবর ২৪ ঘণ্টা/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST