নিজস্ব প্রতিবেদক :
সামান্য বিষয়কে কেন্দ্র করে রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটে হামলা ও ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা অধ্যক্ষের কার্যালয়সহ দুটি কক্ষ ভাঙচুর করে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
সার্ভে ইনস্টিটিউটের অধ্যক্ষ মাহবুবুর রহমান অভিযোগ করে জানান, মঙ্গলবার দুপুরে কলেজের সহকারী স্টোর কিপার জাহাঙ্গীর আলম সিটি কলেজের সামনের একটি দোকানে মুঠোফোনে রিচার্জ করতে যান। এ সময় দোকান মালিক রানার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রানা তার কর্মচারিকে মারধর করে।
এ ঘটনার কিছুক্ষণ পরে রানা ও ছাত্রলীগ নেতা প্রত্যয়ের নের্তৃত্বে ৮-১০ জন কলেজে গিয়ে হামলা করে। হামলা করে তারা অধ্যক্ষের কার্যালয় ভাংচুর করে ও কয়েকটি টবও ভেঙ্গে ফেলে। আলমারি ও চেয়ার-টেবিল ভেঙে ফেলা হয়।
নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আমান উল্লাহ বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে