নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রাজশাহী-১ সদর ও পবা-মোহনপুর আসনের জন্য মনোনয়ন উত্তোলন করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপির সাধারন সম্পাদক শাফিকুল হক মিলন। বৃহস্পতিবার দুপুরে তাদের পক্ষে
মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল মনোনয়নপত্র নেন। এ সময় দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এনিয়ে ছয়টি আসনে বিভিন্ন দলের ১৯জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেন।এর আগে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আবদুল ওয়াদুদ দারা, প্রকৌশলী এনামুল হক, বিএনপির ব্যারিষ্টার আমিনুল হক তার স্ত্রী আভা হক মনোনয়ন পত্র নেন।ইসলামী আন্দোলন ও নিবন্ধনহীন জামাত প্রার্থীরা রয়েছেন উত্তোলন তালিকায়।
খবর ২৪ ঘন্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।