নিজস্ব প্রতিবেদক :
২১০৮ সালের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৬৯ দশমিক ৫১ শতাংশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজশাহী শিক্ষাবোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনারুল হক প্রামানিক। মোট পাস করেছে ৯২ হাজার ৭৪ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১৩৮ জন। এরমধ্যে ছাত্র ২ হাজার ২৩৪ ও ছাত্রী ১ হাজার ৯০৪ জন।
মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪১ হাজার ৫৮৬ জন। এরমধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৩৯ হাজার ৩৩০ জন। উপস্থিত ছাত্রের সংখ্যা ৭৬ হাজার ২২৯ জন ও ছাত্রী সংখ্যা ৬৩ হাজার ১০১ জন। বহিস্কৃত পরিক্ষার্থীর সংখ্য ২৮ জন। এক বিষয়ে ফেল করেছে ৩৫ হাজার ৩৭ জন। ৬টি কলেজ থেকে কেউ পাস করেনি। ১৯ কলেজ থেকে ১০০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ৭৫৬টি কলেজের ১৯৮টি কেন্দ্রের মাধ্যমে এবার এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছিল।
পরীক্ষা নিয়ন্ত্রক সংবাদ সম্মেলনে জানান, এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কারণে ফেলের সংখ্যা বেশি হয়েছে। এ ছাড়া আইসিটি ও পদার্থ বিজ্ঞানেও শিক্ষার্থীরা পরীক্ষা খারাপ করেছে তাই ফলাফল অন্যান্য বছরের তুলনায় কমেছে। গত ৭ বছরের মধ্যে এবারই পাসের হার সব থেকে কম।
খবর ২৪ ঘণ্টা/এমকে