নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী রেলস্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নারীসহ ছয় জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের নাম জানা যায়নি। রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের ভ্রাম্যমাণ আদালত তাদের আটক করে। জানা গেছে, রাজশাহী রেল স্টেশনে টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মাথায় বন্ধ করে দেওয়া হয়। এরপর যাত্রীরা বিক্ষোভ শুরু করে। যাত্রীদের বিক্ষোভের মুখে বিশেষ ট্রেনের টিকিট দেওয়া হয়।
এদিকে, ভ্রাম্যমাণ আদালত এমন অভিযোগ শুনে রেল স্টেশনে অভিযান চালিয়ে দুই নারীসহ ৫ জনকে আটক করে।
খবর২৪ঘণ্টা/এমকে