রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকিট না পাওয়ার অভিযোগ উঠেছে টিকিট প্রত্যাশীদের কাছ থেকে। টিকিট প্রত্যাশীরা অভিযোগ করে বলছেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর কাউন্টার থেকে জানানো হচ্ছে, ট্রেনের টিকিট নেই। সার্ভারে টিকিট নেই। যদিও রেলওয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, একটি আসন ফাঁকা রেখে টিকিট বিক্রির সরকারী নির্দেশনা দেয়া হয়েছে। কিন্ত নির্দেশনার আগে থেকেই টিকিট বিক্রির কারণে ফাঁকা নেই এমন অনেক টিকিট বিক্রি হয়েছে। তবে ঠিক হয়ে যাবে।
টিকিট প্রত্যাশীরা অভিযোগ করে জানান, বৃহস্পতিবার রাজশাহী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের টিকিট কেনার জন্য গিয়ে তারা ঘুরে এসেছেন। কাউন্টার থেকে বলা হয়, টিকিট নেই। সার্ভারে টিকিট নেই। তাই কাউকে টিকিট দেয়া সম্ভব হচ্ছেনা। আগে থেকেই টিকিট বিক্রি হয়ে গেছে। যদিও টিকিট প্রত্যাশীদের অভিযোগ, সব টিকিট বিক্রি হওয়া অসম্ভব। সব টিকিট হঠাৎ করে কিভাবে বিক্রি হবে? অন্যভাবে হয়তো টিকিটগুলো বø্যাক করা হচ্ছে।
নাম না প্রকাশ করার শর্তে রেজোয়ান নামের এক টিকিট প্রত্যাশী বলেন, আমি দীর্ঘ সময় টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। কিন্ত টিকিট পাইনি। আমাকে টিকিট নাই বলা হয়েছে। রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক বলেন, একটি আসন ফাঁকা রেখে টিকিট বিক্রির জন্য নির্দেশনা দেয়া হয়েছে। কিন্ত আগেই অনেক টিকিট বিক্রি হয়ে গেছে। সার্ভারে অর্ধেক ও স্টেশনে অর্ধেক। এজন্য টিকিট দেয়া সম্ভব হয়নি। আগামী ৩/৪ তারিখ থেকে ঠিক হয়ে যেতে পারে।
এস/আর