নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বুধবার রামেবির অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। সকাল সাড়ে ৭টায় জাতীয় পতাকা অর্ধনমিত, সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় বঙ্গবন্ধুর জীবনীর উপর প্রামান্যচিত্র প্রদর্শন, সাড়ে ৯টায় আলোচনা সভা এবং সাড়ে ১১ টায় দোয়া মাহফিল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামেবির কলেজ পরিদর্শক ডা. রাগিব আহসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. নাজমুল হাসনাইন সিরাজী, রাজশাহী নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষ মনিজ্জা খাতুন, ইসলামী ব্যাংক নার্সিং কলেজের অধ্যক্ষ মেজর (অব:) ডালিম, উদয়ন নার্সিং কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রওশন আরা।
খবর২৪ঘণ্টা/এমকে