নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন,
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হুমায়ুন কবির বিপিএম, অতিরিক্ত কমিশনার সালমা বেগম, ডিসি বোয়ালিয়া সাজিদ হোসেন, আরএমপির ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার অনির্বাণ চাকমা, শাহমখদুম জোনের উপ পুলিশ কমিশনার তারিকুল ইসলাম সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।