নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর এলাকায় অস্ত্র ও বিস্ফোরক বহনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। এ সংক্রান্তে রাজশাহী মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজশাহী মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
রাখতে ও জনশৃঙ্খলাবিরোধী যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার সকল প্রকার অস্ত্রশস্ত্র বহন, আতশবাজি পোড়ানো ও পটকা ফুটানো, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও উচ্চস্বরে মাইকিং করা থেকে বিরত থাকার জন্য আহবান করেছেন। এছাড়া মাইকিং, সমাবেশ, প্রচারণা ইত্যাদি করার ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন সাপেক্ষে আরএমপি কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করার জন্যও সকলকে আহবান জানিয়েছেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।