নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে ২৪ জনকে ২৪টি মামলায় চার হাজার ৫০ টাকা জরিমানা করা হয়। সরকারি নির্দেশ অমান্য করে জীবন বিপন্নকারী রোগের
সংক্রমণ বিস্তারকরণের অভিযোগে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউছার হামিদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, মাহমুদুল হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এ অভিযান পরিচালনা করেন। এ সময় ১০২টি মাস্ক বিতরণ করা হয়।
এমকে