নিজস্ব প্রতিবেদক : ২০১৯ সালের এএসসি পরীক্ষার উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে। ৭ মে থেকে ১৩ মে পর্যন্ত এ আবেদন করা যাবে। শিক্ষাবোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতদ্বারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর আওতাধীন সকল কেন্দ্র সচিব/অধ্যক্ষ/প্রধান শিক্ষকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসএসসি পরীক্ষা 2019 সালের উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য প্রিপেইড টেলিটক এসএমএস’র করার নিয়ম।
মোবাইলের ম্যাসেজ অপসনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে RAJ লিখে স্পেস দিয়ে Roll No. লিখে আবার স্পেস দিয়ে বিষয় কোড লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযোজ্য হবে। ফিরতি sms এ একটি পিন নম্বর প্রদান করা হবে। তারপর ম্যাসেজ অপসনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর স্পেস যোগাযোগ মোবাইল নম্বর লিখে 16222 নম্বর পাঠাতে হবে। যেমন, বাংলা প্রথম পত্রের জন্য 101, দ্বিতীয় পত্রের জন্য 102। একই SMS এর মাধ্যমে একাধিক পত্রে আবেদন করা যাবে। এক্ষেত্রে বিষয় কোড পর্যায় ক্রমে দিয়ে লিখতে হবে।
আর/এস