নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিমান বন্দরে নিরাপত্তা তল্লাসী চালানোর সময় নভোএয়ারের এক যাত্রীর কাছ থেকে একটি লাইসেন্স করা বিদেশী পিস্তল ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ওই যাত্রীর নাম এসএম হাসান। তিনি নগরীর উপশহর এলাকার মশিউর রহমানের পুত্র।রাজশাহী বিমানবন্দরের ম্যানেজার সেতাফুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে ১২ টায় রাজশাহী-ঢাকা রুটের নভোএয়ারের যাত্রী ছিলেন তিনি। নিরাপত্তা তল্লাসীর সময়
তার কাছে একটি বিদেশী পিস্তল ও ২৭ রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধারের পর ওই যাত্রী জানিয়েছেন, অস্ত্র আগাম জমাদানের বিষয়টি তিনি জানতেন না। তবে বয়স বিবেচনায় বিমান কর্তৃপক্ষ ওই যাত্রীকে অস্ত্র বহনে সম্মতি দেয়নি। তাই তার অস্ত্রটি বিমান বন্দর থানায় জমা দেয়া হয়েছে। ঢাকা থেকে ফিরে তিনি অস্ত্রটি তুলতে পারবেন। তিনি অস্ত্রটি রেখেই নভোএয়ারে ঢাকার পথে রওনা হন।
আর/এস