রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে করোনায় আরো ৬ জনের মৃত্যু ও ৮৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৫৩ হাজার ৭৬২ জন। এদিন গত দিনের থেকে ৭৯ জনের কম করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। আর মোট মৃত্যু হয়েছে ৮৩২ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৬১৪ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১৩ হাজার ৪৫৫ জন। বাঘা উপজেলায় ৩৪৯ জন, চারঘাট উপজেলায় ৪০১ জন, পুঠিয়া উপজেলায় ৩৮৯ জন, দুর্গাপুর উপজেলায় ৩৪৩ জন, বাগমারা উপজেলায় ৩৩১ জন, মোহনপুর উপজেলায় ২৮৯ জন, তানোর উপজেলায় ৩১৬ জন, পবা উপজেলায় ৪৩৫ জন ও গোদাগাড়ীতে ৩০৩ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ১৭ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৮৮৩ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৫৩ হাজার ৭৬২ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৩২ জনের। এদিন নতুন করে ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩৭ হাজার ৯৪৭ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ১৬ হাজার ৬১৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪০৪১ জন, নওগাঁ ৪২৭১ জন, নাটোর ৩৩৯৭ জন, জয়পুরহাট ৩২৫৫ জন, বগুড়া জেলায় ১৩ হাজার ৫৬০ জন, সিরাজগঞ্জ ৪৩৬৩ জন ও পাবনা জেলায় ৪২৫০ জন। মৃত্যু হওয়া ৮৩২ জনের মধ্যে রাজশাহী ১৪৯ জন, চাঁপাইনবাগঞ্জে ১০৪ জন, নওগাঁ ৭৪ জন, নাটোর ৪৯ জন, জয়পুরহাট ২৭ জন, বগুড়া ৩৭৭ জন, সিরাজগঞ্জ ২৯ জন ও পাবনায় ২৩ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৮৩ হাজার ১৮০ জন।
এস/আর