রাজশাহী বিভাগের ৮টি জেলায় ৩৩ হাজার ছাড়িয়েছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় ৮২ জনের করোনা শনাক্ত ও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৩ হাজার ১৭ জনে। আগের দিন বিভাগে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছিল ও নতুন মৃত্যু ছিলনা। শেষ ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যাও বেড়েঠে দ্বিগুণ। এদিন গত দিনের তুলনায় ৩৯ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় করোনা শনাক্ত ৮ হাজার ২৬ জনের। রাজশাহী জেলায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গতদিনের থেকে ৮ জনের বেশি শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির রাজশাহী মহানগর এলাকায় ৬ হাজার ৪৫০ জন। বাঘা উপজেলায় ১৯৬ জন, চারঘাট উপজেলায় ২০০ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৯১ জন, বাগমারা উপজেলায় ১২৬ জন, মোহনপুর উপজেলায় ১৬২ জন, তানোর উপজেলায় ১২৯ জন, পবা উপজেলায় ৩৫০ জন ও গোদাগাড়ীতে ১৫৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৭৬ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৮২ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩৩ হাজার ১৭ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫১৫ জনের। এদিন নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩০ হাজার ২৫ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৮০২৬ জন, চাঁপাইনবাবগঞ্জ ১১০৯ জন, নওগাঁ ২০৯৩ জন, নাটোর ১৫৮৭ জন, জয়পুরহাট ১৬২২ জন, বগুড়া জেলায় ১২ হাজার ৭৬ জন, সিরাজগঞ্জ ৩৫৫১ জন ও পাবনা জেলায় ২৯৪৫ জন। মৃত্যু হওয়া ৫১৫ জনের মধ্যে রাজশাহী ৭৬ জন, চাঁপাইনবাগঞ্জে ২২ জন, নওগাঁ ৩৬ জন, নাটোর ২০ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ৩০৬ জন, সিরাজগঞ্জ ২৩ জন ও পাবনায় ২১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭১ হাজার ৫৩১ জন।
এস/আর