নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮টি জেলায় ২৫ হাজার ছাড়িয়েছে করোনা শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ৩৯ জনে। এদিন রাজশাহী জেলায় আরো ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩৮৩ জনের।
গতদিনের তুলনায় এদিন বেশি মানুষের করোনা শনাক্ত হয়। বিভাগে মোট ২৫ হাজার ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৯১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৪৩৬ জন, বাঘা উপজেলায় ১৮৬ জন, চারঘাট উপজেলায় ১৭৯ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪৬ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩৩৪ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৭৭ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮টি জেলায় ২৫ হাজার ছাড়িয়েছে করোনা শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ৩৯ জনে। এদিন রাজশাহী জেলায় আরো ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩৮৩ জনের। গতদিনের তুলনায় এদিন বেশি মানুষের করোনা শনাক্ত হয়। বিভাগে মোট ২৫ হাজার ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ২৩ হাজার ১৪৭ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৯১৩ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮১৯ জন, নওগাঁ ১৫৯০ জন, নাটোর ১২২২ জন, জয়পুরহাট ১৩৪৮ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৭৮৬ জন, সিরাজগঞ্জ ২৭০২ জন ও পাবনা জেলায় ১৬৫১ জন। মৃত্যু হওয়া ৩৮৩ জনের মধ্যে রাজশাহী ৫৪ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৩৯ জন, সিরাজগঞ্জ ১৭ জন ও পাবনায় ১১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৫ হাজার ৮৩ জন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।