নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন ও জেলায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। গতদিনের তুলনায় এদিন রাজশাহী জেলায় কম রোগী শনাক্ত হয়। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ১৯৫ জনে। মৃত্যু হয়েছে ৩৮৭ জনের। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৯৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪৪৭০ জন, বাঘা উপজেলায় ১৮৭ জন, চারঘাট উপজেলায় ১৭৯ জন, পুঠিয়া উপজেলায় ১৫১ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪৮ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩৩৪ জন ও গোদাগাড়ীতে ১৫৪ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৮০ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন ও জেলায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। গত কয়েকদিনের মধ্যে রাজশাহী জেলায় এদিন কম রোগী শনাক্ত হয়। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ১৯৫ জনে। মৃত্যু হয়েছে ৩৮৭ জনের। এরমধ্যে ২৩ হাজার ৪৯৫ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৯৫০ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮২০ জন, নওগাঁ ১৬০৫ জন, নাটোর ১২২৬ জন, জয়পুরহাট ১৩৪৯ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৬৫০ জন, সিরাজগঞ্জ ২৭২৪ জন ও পাবনা জেলায় ১৬৬৩ জন। মৃত্যু হওয়া ৩৮৭ জনের মধ্যে রাজশাহী ৫৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৬ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২৪২ জন, সিরাজগঞ্জ ১৭ জন ও পাবনায় ১১ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৫ হাজার ৩৩৭ জন।
এস/আর