রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় আরো ৮ জনের মৃত্যু ও ৪৯১ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯০ হাজার ৯৯২ জন। এদিন গত দিনের থেকে ১৩ জনের কম করোনা শনাক্ত হয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ১৪৫৭ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৬ হাজার ৭৮ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। বাঘা উপজেলায় ৬৮৬ জন, চারঘাট উপজেলায় ৭৩৩ জন, পুঠিয়া উপজেলায় ৬৪১ জন, দুর্গাপুর উপজেলায় ৫৩৯ জন, বাগমারা উপজেলায় ৪৬১ জন, মোহনপুর উপজেলায় ৩৯৪ জন, তানোর উপজেলায় ৪৪৭ জন, পবা উপজেলায় ৬৩৯ জন ও গোদাগাড়ীতে ৫০৭ জন। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে। এদিন নতুন করে ১৫৩ জনের করোনা শনাক্ত হয়।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৪৯১ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৯০ হাজার ৯৯২ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪৫৭ জনের। এদিন নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৬৮ হাজার ৩৯৬ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২৬ হাজার ৭৮ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫৩১৯ জন, নওগাঁ ৬১৬১ জন, নাটোর ৭৬০১ জন, জয়পুরহাট ৪৩৪৫ জন, বগুড়া জেলায় ২০ হাজার ১৩৩ জন, সিরাজগঞ্জ ১০ হাজার ১৪০ জন ও পাবনা জেলায় ১১২১৫ জন। মৃত্যু হওয়া ১৪৫৭ জনের মধ্যে রাজশাহী জেলায় ২৬৩ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪৫ জন, নওগাঁ ১২৬ জন, নাটোর ১৪০ জন, জয়পুরহাট ৫৪ জন, বগুড়া ৬১২ জন, সিরাজগঞ্জ ৭৯ জন ও পাবনায় ৩৮ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ১০৫৯৭৬ জন।
এস/আর