রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা কমেছে। বিভাগের ৮টি জেলায় শেষ ২৪ ঘণ্টায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। যদিও গতদিন ৮১ জনের করোনা শনাক্ত ও ১ জনের মৃত্যু হয়েছিল। এদিন গতদিনের তুলনায় ১৬ জনের করোনা শনাক্ত বেশি হলেও ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩২ হাজার ৩২৭১৪ জনে ও মৃত্যু হয়েছে মোট ৫০৯ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত ৭ হাজার ৯৬৯ জনের।
বাঘা উপজেলায় ১৯৪ জন, চারঘাট উপজেলায় ২০০ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৯১ জন, বাগমারা উপজেলায় ১২৬ জন, মোহনপুর উপজেলায় ১৬২ জন, তানোর উপজেলায় ১২৯ জন, পবা উপজেলায় ৩৪৮ জন ও গোদাগাড়ীতে ১৫৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৭২ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৮১ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩২ হাজার ৭১৪ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০৯ জনের। এদিন নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৯ হাজার ৫৩১ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭৯৬৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ১০৭০ জন, নওগাঁ ২০৭৬ জন, নাটোর ১৫৭৫ জন, জয়পুরহাট ১৬০৫ জন, বগুড়া জেলায় ১২ হাজার ২২ জন, সিরাজগঞ্জ ৩৫০৮ জন ও পাবনা জেলায় ২৮৭৯জন। মৃত্যু হওয়া ৫০৬ জনের মধ্যে রাজশাহী ৭৫ জন, চাঁপাইনবাগঞ্জে ২১ জন, নওগাঁ ৩৫ জন, নাটোর ১৮ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ৩০৩ জন, সিরাজগঞ্জ ২৩ জন ও পাবনায় ২০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭১ হাজার ২৭২ জন।
এস/আর