রাজশাহী বিভাগের ৮টি জেলায় শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭৭২ জনের করোনা শনাক্ত ও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৮৭ হাজার ৩৫৮ জন। এদিন গত দিনের থেকে ৮৬ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ১৩৯৯ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৫ হাজার ১১৮ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ২০ হাজার ১৯৫ জন। বাঘা উপজেলায় ৬৬২ জন, চারঘাট উপজেলায় ৭২০ জন, পুঠিয়া উপজেলায় ৬৩৩ জন, দুর্গাপুর উপজেলায় ৫২৬ জন, বাগমারা উপজেলায় ৪৫৫ জন, মোহনপুর উপজেলায় ৩৯১ জন, তানোর উপজেলায় ৪২১ জন, পবা উপজেলায় ৬৩৮ জন ও গোদাগাড়ীতে ৪৭৮ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ২০ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে। এদিন নতুন করে ২১৫ জনের করোনা শনাক্ত হয়।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৭৭২ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৮৭ হাজার ৩৫৮ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩৯৯ জনের। এদিন নতুন করে ১৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৬৪ হাজার ৩৬৭ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২৫ হাজার ৩১৮ জন, চাঁপাইনবাবগঞ্জ ৫১৬৫ জন, নওগাঁ ৬০৫৫ জন, নাটোর ৭২৩২ জন, জয়পুরহাট ৪২৬৫ জন, বগুড়া জেলায় ১৯ হাজার ৪৮৫ জন, সিরাজগঞ্জ ৯২৮০ জন ও পাবনা জেলায় ১০৭১৬ জন। মৃত্যু হওয়া ১৩৯৯ জনের মধ্যে রাজশাহী জেলায় ২৫৩ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪৩ জন, নওগাঁ ১২৩ জন, নাটোর ১২৯ জন, জয়পুরহাট ৫২ জন, বগুড়া ৫৯০ জন, সিরাজগঞ্জ ৭৫ জন ও পাবনায় ৩৪ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ১০৩২০৭ জন।
এস/আর