নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের ৮টি জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১৪ জনের। এরমধ্যে ৭৫ জনই রাজশাহী জেলায় শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৭৭ জন। নতুন ৫ জন নিয়ে বিভাগে করোনায় মারা গেল ১৩৮ জন। গত দিনের তুলনায় এদিন কম সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত মোট ৪ হাজার ৫৯২ জন সুস্থ হয়েছে। শনাক্তের প্রায় অর্ধেক সুস্থ হয়েছে। বিভাগে মৃত্যুহারও অনেক কম। তবে সুস্থের হার অন্যান্য স্থানের তুলনায় বেশি রয়েছে।
শনাক্ত হওয়া ১০ হাজার ২৭৭ জনের মধ্যে বগুড়া জেলায় সবচাইতে বেশি ৪ হাজার ২২৭ জন, রাজশাহী জেলায় ২২৮০ জন, চাঁপাইনবাবগঞ্জ ৩১৮ জন, নওগাঁ ৮৩৯ জন, নাটোর ৩৮৬ জন, জয়পুরহাট ৬৫১ জন, সিরাজগঞ্জ ১০৮৩ জন ও পাবনা জেলায় ৬৯৩ জন। বিভাগে মারা যাওয়া ১৩৮ জনের মধ্যে বগুড়া জেলায় ৮৩ জন, রাজশাহী জেলায় ১৮ জন, সিরাজগঞ্জ জেলায় ১০ জন, পাবনা জেলায় ৯ জন, নওগাঁয় ১৩ জন, জয়পুরহাট ২ জন, নাটোরে ১ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগের ৮টি জেলার মধ্যে রাজশাহী জেলায় সবচাইতে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ৭৫ জন। সুস্থ হওয়া ৪ হাজার ৫৯২ জনের মধ্যে রাজশাহী ৭৬০ জন, চাঁপাইনবাবগঞ্জ ১৩৪ জন, নওগাঁ ৫৯৫ জন, নাটোর ১৩০ জন, জয়পুরহাট
১৯৫ জন, বগুড়া জেলায় ২ হাজার ১৮৭ জন, সিরাজগঞ্জ ২৯৪ জন ও পাবনা জেলায় ৩০২ জন।
রাজশাহী বিভাগের করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন অবস্থান সুস্থ হয়েছে। গত দিনের তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় কম শনাক্ত হয়েছে। বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ১৫৫৫ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৬৯৪ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৫০ হাজার ৩৮৬ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। বিশেষ করে গত ১ মাসে রাজশাহী বিভাগে সুস্থ রোগীর সংখ্যা
বেড়েছে। শনাক্ত রোগীর সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়াদের সংখ্যাও তুলনামূলকভাবে বাড়ছে। শনাক্ত ও সুস্থ হওয়া দুই সংখ্যাতেই বিভাগের মধ্যে বগুড়া জেলা শীর্ষে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এরপর পাবনা ও সিরাজগঞ্জ জেলা রয়েছে। এ বিষয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, করোনা থেকে বাঁচতে শারীরিক দূরত্ব মেনে চলা ও সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধুতে হবে। করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।