1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী বিভাগে করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৬৫ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১০ মে ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

রাজশাহী বিভাগে করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৬৫

  • প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১
করোনা প্রতিকি ছবি

রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে আরো ৩ জনের মৃত্যু হয়েছে ও ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৩ হাজার ৫৭০ জনে। আগের দিন বিভাগে ১২৪ জনের করোনা শনাক্ত ও ৪ জনের মৃত্যু হয়েছিল। গত দিনের তুলনায় ১০০ জনের কম করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় করোনা শনাক্ত ৮ হাজার ২০২ জনের। রাজশাহী জেলায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গতদিনের থেকে কম শনাক্ত হয়েছে। শনাক্তের বেশির রাজশাহী মহানগর এলাকায় ৬ হাজার ৬২০ জন। বাঘা উপজেলায় ১৯৬ জন, চারঘাট উপজেলায় ২০২ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৯১ জন, বাগমারা উপজেলায় ১২৮ জন, মোহনপুর উপজেলায় ১৬৪ জন, তানোর উপজেলায় ১২৯ জন, পবা উপজেলায় ৩৫০ জন ও গোদাগাড়ীতে ১৫৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৮২ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।

রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৬৫জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩৩ হাজার ৫৭০ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫২৭ জনের। এদিন নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩০ হাজার ৬৫৬ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৮২০২ জন, চাঁপাইনবাবগঞ্জ ১২২৩ জন, নওগাঁ ২১৩৬ জন, নাটোর ১৬১৭ জন, জয়পুরহাট ১৬৩১ জন, বগুড়া জেলায় ১২ হাজার ১৫০ জন, সিরাজগঞ্জ ৩৫৯৬ জন ও পাবনা জেলায় ৩০০৭ জন। মৃত্যু হওয়া ৫২৭ জনের মধ্যে রাজশাহী ৮০ জন, চাঁপাইনবাগঞ্জে ২৫ জন, নওগাঁ ৩৭ জন, নাটোর ২০ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ৩০৯ জন, সিরাজগঞ্জ ২৩ জন ও পাবনায় ২২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭১ হাজার ৯৭১ জন।

এস/আর

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team