রাজশাহী বিভাগের ৮টি জেলায় নতুন করে আরো ৮৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ও নতুন করে মৃত্যু হয়েছে ২ জনের। আগের দিন বিভাগে করোনা শনাক্ত হয়েছিল ৮৬ জনের ও মৃত্যু হয়েছিল ১ জনের। শেষ ২৪ ঘণ্টায় ১ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩২ হাজার ৩৫৯ জনে। মোট মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। এরমধ্যে রাজশাহী জেলায় ৭ হাজার ৮৯৯ জন। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার ৬ হাজার ৩২৯ জন। বাঘা উপজেলায় ১৯৩ জন, চারঘাট উপজেলায় ২০০ জন, পুঠিয়া উপজেলায় ১৬৩ জন, দুর্গাপুর উপজেলায় ৯১ জন, বাগমারা উপজেলায় ১২৬ জন, মোহনপুর উপজেলায় ১৬১ জন, তানোর উপজেলায় ১২৯ জন, পবা উপজেলায় ৩৪৮ জন ও গোদাগাড়ীতে ১৫৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৫৭০ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৮৭ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩২ হাজার ৩৫৯ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। এদিন নতুন করে কারো ২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৮ হাজার ৮৫১ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭৮৯৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ১০৩১ জন, নওগাঁ ২০৫৭ জন, নাটোর ১৫৬২ জন, জয়পুরহাট ১৫৯৭ জন, বগুড়া জেলায় ১১ হাজার ৯৫৭ জন, সিরাজগঞ্জ ৩৪৫১ জন ও পাবনা জেলায় ২৭৯৫ জন। মৃত্যু হওয়া ৪৯৬ জনের মধ্যে রাজশাহী ৭৪ জন, চাঁপাইনবাগঞ্জে ২০ জন, নওগাঁ ৩৪ জন, নাটোর ১৮ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ২৯৮ জন, সিরাজগঞ্জ ২৩ জন ও পাবনায় ১৮ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭১ হাজার ৫৮ জন।
এস/আর