নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৬১ জনে। এদিন বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৮৪ জনের ও জেলায় ৮ জন। গত কয়েকদিনের তুলনায় এদিন প্রায় দ্বিগুণেরও বেশি শনাক্ত হয়েছে। বিভাগে মোট ২৩ হাজার ৯৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার ৯টি উপজেলা ও নগর মিলিয়ে ৫ হাজার ৭৪২ জনের করোনা শনাক্ত। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪২৯৫ জন, বাঘা উপজেলায় ১৭৯ জন, চারঘাট উপজেলায় ১৭৬ জন, পুঠিয়া উপজেলায় ১৫০ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২২ জন, মোহনপুর উপজেলায় ১৪০ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩২৩ জন ও গোদাগাড়ীতে ১৫২ জন। জেলার ৯টি উপজেলায় ১৪৪৭ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গত দু’দিনের তুলনায় এদিন বেশি করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২৩ হাজার ৯৯৮ জনে। শনাক্তের মধ্যে ২১ হাজার ৬৯৬ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৭৪২ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮১১ জন, নওগাঁ ১৪৯৭ জন, নাটোর ১১৬৫ জন, জয়পুরহাট ১২৬৮ জন, বগুড়া জেলায় ৯ হাজার ৪৪২ জন, সিরাজগঞ্জ ২৫০৮ জন ও পাবনা জেলায় ১৫৬৫ জন। মৃত্যু হওয়া ৩৬১ জনের মধ্যে রাজশাহী ৫৪ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৫ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ১০ জন, বগুড়া ২২০ জন, সিরাজগঞ্জ ২১৬ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬৩ হাজার ৭৮৮ জন।
এস/আর