নিজস্ব প্রতিবেদক :রাজশাহী বিভাগে নতুন করে আরো ১৫৫ জন করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত হয়েছে। নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৪ হাজার ৪০৪ জনে। আর নতুন ৫ জন নিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৯৮ জনে। গত দিনের তুলনায় এদিন বেশি সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত ৮ হাজার ৯১৪ জন সুস্থ হয়েছে। শনাক্তের বেশি অর্ধেক সুস্থ হয়েছে। বিভাগে মৃত্যুহারও অনেক কম। তবে সুস্থের হার অন্যান্য স্থানের তুলনায় বেশি রয়েছে।
শনাক্ত হওয়া ১৪ হাজার ৪০৪ জনের মধ্যে রাজশাহী জেলায় ৩৬৩৭ জন, চাঁপাইনবাবগঞ্জ
৫৪৮ জন, নওগাঁ ৯৯৯ জন, নাটোর ৬২৮ জন, জয়পুরহাট ৮১৬ জন, বগুড়া জেলায় ৫ হাজার ৩০২ জন, সিরাজগঞ্জ ১৫৯৯ জন ও পাবনা জেলায় ৮৭৫ জন।
বিভাগে মারা যাওয়া ১৯৮ জনের মধ্যে রাজশাহী জেলায় ৩০ , চাঁপাইনবাবগঞ্জ ৯ জন, নওগাঁ ১৪, নাটোর ১ জন, জয়পুরহাট ৪ জন, বগুড়া জেলায় ১১৯ জন, সিরাজগঞ্জ জেলায় ১১ জন ও পাবনায় ৯ জন ।
সুস্থ হওয়া ৮ হাজার ৯১৪ জনের মধ্যে রাজশাহী ১৮৮০ জন, চাঁপাইনবাবগঞ্জ ৩০২ জন, নওগাঁ ৮৬৬ জন, নাটোর ২৬২ জন, জয়পুরহাট ২১১ জন, বগুড়া জেলায় ৩ হাজার ৯৮৬, জন, সিরাজগঞ্জ ৭৫০ জন ও পাবনা জেলায় ৬৫৭ জন।
রাজশাহী বিভাগের করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন অবস্থান সুস্থ হয়েছে। গত দিনের তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় কম শনাক্ত হয়েছে। বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ২৪০৯ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৬৮৫ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৫৩ হাজার ৪৮৩ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। বিশেষ করে গত ১ মাসে রাজশাহী বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়েছে। শনাক্ত রোগীর সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়াদের সংখ্যাও তুলনামূলকভাবে বাড়ছে। শনাক্ত ও সুস্থ হওয়া দুই সংখ্যাতেই বিভাগের মধ্যে বগুড়া জেলা শীর্ষে রয়েছে। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। এরপর পাবনা ও সিরাজগঞ্জ জেলা রয়েছে।
এমকে