1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী বিভাগে আরো ১৯৪ জনের করোনা শনাক্ত, মোট ৯২৯১ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৯ জানয়ারী ২০২৫, ১১:২ অপরাহ্ন

রাজশাহী বিভাগে আরো ১৯৪ জনের করোনা শনাক্ত, মোট ৯২৯১

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১৬ জুলা, ২০২০
রাজশাহী বিভাগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বিভাগের ৮টি জেলায় আরো ১৯৪ জনের করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজশাহী বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২৯১ জন। আর এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১১৯ জনের। বিভাগে নতুন করে আরো ১ জনের মৃত্যু হয়েছে। ৯ হাজার ২৯১ জনের মধ্যে বগুড়া জেলায় সবচাইতে বেশি ৩ হাজার ৯২৩ জন, রাজশাহী জেলায় ১৯২১ জন, চাঁপাইনবাবগঞ্জ ২২৭ জন, নওগাঁ ৭৩৭ জন, নাটোর ৩০৬ জন, জয়পুরহাট ৫৯৮ জন, সিরাজগঞ্জ ৯৫২ জন ও পাবনা জেলায় ৬২৭ জন।
বিভাগে মারা যাওয়া ১১৯ জনের মধ্যে বগুড়া জেলায় ৭৩ জন, রাজশাহী জেলায় ১৫ জন, সিরাজগঞ্জ জেলায় ১০ জন, পাবনা জেলায় ৯ জন, নওগাঁয় ১১ জন, জয়পুরহাট ০ জন, নাটোরে ১ জন।

সুস্থ হওয়া ৩ হাজার ৬৬৩ জনের মধ্যে রাজশাহী ৩৭৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ৯৭ জন, নওগাঁ ৫১৬ জন, নাটোর ১০৯ জন, জয়পুরহাট ১৮২ জন, বগুড়া জেলায় ১ হাজার ৯৭৪ জন, সিরাজগঞ্জ ১৫৬ জন ও পাবনা জেলায় ২৫৫ জন।
রাজশাহী বিভাগের করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। সুস্থ হওয়াদের মধ্যে বেশিরভাগই নিজ বাড়িতে আইশোলেসনে চিকিৎসাধীন অবস্থান সুস্থ হয়েছে। গত দিনের তুলনায় এদিন শেষ ২৪ ঘন্টায় কম শনাক্ত হয়েছে। বগুড়া, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনা জেলায় বেশি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা। বিভাগের ৮টি জেলার মধ্যে করোনা শনাক্ত

রোগীর সংখ্যা সবচাইতে কম চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২২৭ জন। আইশোলেসন থেকে ছাড় পেয়েছে ১৩৭৬ জন রোগী। আইশোলেসনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৪০৬ জন। বিভাগের ৮টি জেলায় মোট ৪৯ হাজার ১৬৯ জন হোম কোয়ারেন্টাইনে ছিল।
এ বিষয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, করোনা থেকে বাঁচতে শারীরিক দূরত্ব মেনে চলা ও সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধুতে হবে। করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST